সেবার সংক্ষিপ্ত বিবরণঃ
- খোলা বাজারে বিক্রি (ওএমএস) : জেলার আওতাধীণ ওএমএস এর বরাদ্দ মোট ডিলার/বিক্রয় কেন্দ্রের সংখ্যা, বিক্রয় মূল্য, বিক্রয় দিন, মাথাপিছু বিক্রয় পরিমাণ ও অন্যান্য তথ্য।
- খাদ্যবন্ধব কর্মসূচীঃ উপজেলা ভিত্তিক উপকারভোগীদের তালিকা প্রণয়ন, কার্ড বিতরণ, ডিলার ও বিক্রয় সংক্রামত্ম তথ্য।
- চতুর্থ শ্রেণী ফেয়ারপ্রাইসঃ উপজেলা ভিত্তিক ৪র্থ শ্রেণীর সরকারী কর্মচারীদের তালিকা প্রণয়ন, ডিলার ও বিক্রয় সংক্রামত্ম তথ্য।
- খাদ্যশস্য সংগ্রহঃ জেলার আওতাধীন গুদাম সমূহের পরিমাণ, ক্রয়মূল্য/ক্রয়কেন্দ্র যথাযথভাবে প্রচার, বিভিন্ন মৌসুমে সরকারী প্রচার।
- চালকল ও ময়দাকল লাইসেন্সঃ চালকল ও ময়দাকলের লাইসেন্স প্রদানের নিয়মাবলী, লাইসেন্স ফি, নবায়নের ফি ও নিয়মাবলীর তথ্য।
- ব্যবসায়ী লাইসেন্সঃ খাদ্যশস্য ও খাদ্য সামগ্রী ব্যবসার লাইসেন্স প্রদানের নিয়মাবলী, লাইসেন্স ফি, নবায়নের ফি ও নিয়মাবলীর তথ্য।
রেশন ও সামাজিক বেষ্টনীঃ ইপি, ওপি রেশনসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন বিভিন্ন খাতে (জিআর, টিআর, কাবিখা, ভিজিডি, ভিজিএফ, স্কুল ফিডিং ইত্যাদি) খাদ্যশস্য বিতরণ ব্যবস্থার বিভিন্ন কার্যক্রমের বরাদ্দ, বিতরণ পরিমাণ ইত্যাদির তথ্য।